NewsOne24

নৌপথে ইতালি যাওয়ার চেষ্টা, লিবীয়া উপকূলে ৩৭ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ১০:০১ পিএম, ৮ নভেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ১০:০২ পিএম, ৮ নভেম্বর ২০১৬ মঙ্গলবার

লিবিয়া থেকে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে ৩৭ বাংলাদেশিকে আটক করেছে লিবীয় কোস্ট গার্ড। ভূ-মধ্যসাগর পাড়ি দিয়ে তারা ইতালি যাওয়ার চেষ্ট করছিলেন।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পাতায় এই তথ্য জানানো হয়েছে।

এর আগে গত রোববার লিবিয়ায় চার বাংলাদেশি মানবপাচারকারীকে গ্রেপ্তার এবং তাদের বন্দিশালা থেকে ৬৫ বাংলাদেশিকে উদ্ধারের খবর জানায় দূতাবাস।

মঙ্গলবার দূতাবাসের ফেসবুক পোস্টে জানানো হয়, সম্প্রতি অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ৩০০ জনকে আটক করে লিবিয়ার উপকূল রক্ষা বাহিনী। তাদের মধ্যে ৩৭ জন বাংলাদেশি রয়েছেন।

এতে আরও জানানো হয়, আটকদের লিবিয়ার গারিয়ান শহরের উপকণ্ঠে ‘আল-হামরা’ বন্দি শিবিরে রাখা হয়েছে। দূতাবাসের একটি প্রতিনিধি দল সোমবার সেখানে গিয়ে তাদের সঙ্গে দেখা করে।

ওই বাংলাদেশিদের বেশিরভাগই অতি সম্প্রতি লিবিয়ায় পৌঁছান। মানবপাচারকারীদের মাধ্যমে তার লিবিয়ায় ঢোকেন বলেও জানিয়েছেন।

নিউজওয়ান২৪.কম/আরকে