NewsOne24

আজ মাঠে নামছে বাংলাদেশ-উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৮:৫১ এএম, ৩০ নভেম্বর ২০১৮ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

 

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী উইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজে শেষ টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। 

চট্টগ্রামের মতো মিরপুরেও ক্যারিবীয়দের জন্য স্পিন ফাঁদ পাতা হয়েছে। চার স্পিনারের ঘূর্ণি পাকে ফেলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয়বার ২-০তে সিরিজ জয় করতে চায় বাংলাদেশ।

সাকিবের নেতৃত্বেই ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ ২-০ তে সিরিজ জিতেছিল। আবারও সেই সুযোগ সাকিবদের সামনে।

বাংলাদেশ অধিনায়ক বলেন, সিরিজটা বাংলাদেশের জন্য স্পেশাল হবে। যদি আমরা ২-০ তে জিততে পারি। এজন্য যা কিছু করা দরকার, যেভাবে প্রস্তুতি নেয়া দরকার, আমরা সেভাবেই তৈরি আছি। সেটা না হলে অবশ্যই দ্বিতীয় ম্যাচ ড্র করে সিরিজ ১-০তে জয়ের চেষ্টা করব।

অন্যদিকে, ম্যাচটিকে মান বাঁচানোর লড়াই হিসেবে দেখছে উইন্ডিজরা। ক্যারিবীয় অধিনায়ক ক্রেগ ব্রাফেট বলেন, মাঠে আমরা সবসময়ই নিজেদের সামর্থ্যের শতভাগ দেওয়ার চেষ্টা করি। ঢাকা টেস্টেও তার ধারাবাহিকতা রাখবো। তবে সিরিজ নির্ধারণী এই ম্যাচটি আমরা যে কোনো মূল্যে জিততে চাই। আমরা সেভাবেই নিজেদের প্রস্তুত করেছি। আশা করছি ফলাফলটা নিজেদের পক্ষেই নিয়ে আসতে পারবো।

নিউজওয়ান২৪/ইরু