‘অর্থমন্ত্রী আমার পছন্দের মানুষ, তাই সাক্ষাৎ করেছি’
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৭:৩৫ পিএম, ২৯ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার
ছবি সংগৃহীত
আওয়ামী লীগের নেতা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন একাদশ জাতীয় সংসদের সিলেট-১ আসনের বিএনপি প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী।
এসময় বিএনপি নেতা বলেন, অর্থমন্ত্রী আমার পছন্দের মানুষ। তাই তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। তাকে জানিয়েছি আমি এবার সিলেট ১ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিচ্ছি। তিনি শুনেই আমাকে স্বাগত জানান।
বৃহস্পতিবার সকালে নগরের ধোপাদিঘীরপাড়ে হাফিজ কমপ্লেক্সে অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন তিনি।
এ সময় এক সঙ্গে টেবিলে বসে নাশতা করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও অর্থমন্ত্রীর ছোট ভাই সাবেক রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন ও বিএনপির প্রার্থী ইনাম আহমদ চৌধুরী।
আড্ডা শেষে সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে অর্থমন্ত্রীর বাসভবন হাফিজ কমপ্লেক্স ত্যাগ করেন ইনাম আহমদ চৌধুরী।
নিউজওয়ান২৪/এমএম