কুষ্টিয়ায় একই পরিবারের তিনজনের যাবজ্জীবন
কুষ্টিয়ায় প্রতিনিধি
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৬:৫৩ পিএম, ২৯ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার
প্রতীকী ছবি
কুষ্টিয়ায় যুবক হত্যা মামলায় একই পরিবারের তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার বেলা ১টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী এ রায় দেন।
দণ্ডিতরা হলেন-ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া হিসনাপাড়া গ্রামের নাগর মিস্ত্রীর ছেলে আব্দুল মান্নান (৫২), তার স্ত্রী মেরিনা খাতুন (৪০) এবং মা মর্জিনা খাতুন (৭০)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মান্নানের চাচাত ভাই হযরত আলীকে এ মামলা থেকে খালাস দেওয়া হয়।
মামলার বিবরণে বলা হয়, ২০১৩ সালের ২৪ আগস্ট দুপুরে ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া হিসনাপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা খায়রুলের ওপর চড়াও হয়। তাকে লাঠিসোটা নিয়ে হামলা ও মারধর করে। এ ঘটনায় খায়রুল গুরুতর আহত হন। আহত খায়রুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এঘটনায় নিহতের বড় ভাই উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের মৃত তালিমউদ্দিন মণ্ডলের ছেলে আমিরুল ইসলাম বাদী হয়ে চারজনকে আসামি করে ভেড়ামারা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৫ সালের ১৭ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন পুলিশ। আদালত ২০১৫ সালের ৬ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে শুনানি ও সাক্ষ্য নেওয়া শুরু করেন।
কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, পুলিশের দেওয়া তদন্ত প্রতিবেদন এবং দীর্ঘ সাক্ষ্য ও শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে খায়রুল হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। পরে আদালত একই পরিবারের তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
নিউজওয়ান২৪/এমএম