মাগুরায় বিএনপি মনোনীত প্রার্থী কারাগারে
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৫:৪৬ পিএম, ২৯ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার
ফাইল ছবি
মাগুরা-১ আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মনোয়ার হোসেন খানকে পেট্রল বোমা হামলা মামলায় জেলহাজতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার জামিন নিতে তিনি মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন। সেখানে তার জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানো হয়।
২০১৫ সালের ২১ মার্চ মাগুরায় সদর উপজেলার মঘিরঢাল এলাকায় পেট্রল বোমা হামলায় ৫ বালু শ্রমিক নিহত হন। ওই ঘটনায় বিএনপি-জামাতের ২৬ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় বিএনপি নেতা মনোয়ার হোসেন খান ২ নম্বর আসামি।
মনোয়ার হোসেন খানের আইনজীবী শাহেদ হাসান টগর বলেন,তার স্ত্রীর অসুস্থতার কারণে অনেক দিন ধরেই সিঙ্গাপুরে অবস্থান করছিলেন। কিন্তু সংসদ নির্বাচনে তিনি অধিক জনপ্রিয় হওয়ায় বিএনপি তাকে মনোনয়ন দেয়। এ কারণেই তিনি দেশে ফিরে মনোনয়নপত্র দাখিলের পর জামিনের জন্য আদালতে হাজির হন।
নিউজওয়ান২৪/ইরু