নকল ওয়েবসাইট তৈরির অভিযোগে দু’জনকে আটক করেছে র্যাব
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০২:১৪ পিএম, ২৯ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার
ফাইল ছবি
বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টাল নকল করার অভিযোগে দু’জনকে আটক করেছেন র্যাব-২ সদস্যরা। বুধবার রাতে রাজধানীর মোহাম্মদপুর ও গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চক্রটি নকল ওয়েবসাইট তৈরি করে ভুয়া-মিথ্যা সংবাদ প্রকাশ করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে দু’জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
এর আগে, একই একই অভিযোগে বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে এনামুল হক নামে এক পিএইচডি গবেষককে আটক করে র্যাব। এনামুল দক্ষিণ কোরিয়ায় বসে জাতীয় দৈনিক ও অনলাইন নিউজপোর্টালসহ ২২টি ওয়েবসাইট নকল করে পরিচালনা করতেন বলে জানানো হয়।
নিউজওয়ান২৪/এএস