সিরাজগঞ্জে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৫
সিরাজগঞ্জ প্রতিনিধি
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১২:১৯ পিএম, ২৯ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার

ফাইল ছবি
সিরাজগঞ্জে দুই বাস ও ট্রাকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে পাঁচ নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১২ টায় জেলার কড্ডায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরো ১৯ জন আহত হয়েছে। তবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কড্ডার মোড় ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আসাদ আলী জানান, সকালে ঢাকা থেকে বগুড়াগামী আলিফ পরিবহনের একটি বাস কড্ডার মোড়ে এসে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাস ও এর পাশের একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। পরে বাসটি রাস্তার ওপর ও মিনিবাসটি পাশের খাদে পড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার অভিযান শুরু করলে বাস থেকে পাঁচ নারীর মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১৯ জনকে।
নিউজওয়ান২৪/টিআর/এমএম