আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় নিহত ৩০
বিশ্ব সংবাদ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১০:৩৫ এএম, ২৯ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে প্রদেশের গার্মসির জেলার একটি বাড়িতে এই বিমান হামলা চালানো হয়। নিহতরা সবাই বেসামরিক ব্যক্তি বলে জানা গেছে।
এদিকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী হামলার কথা স্বীকার করেছে। তার বলেছে, তালেবানদের ব্যবহৃত একটি বাড়িতে হামলা চালিয়েছে এবং সেখানে বেসামরিক ব্যক্তিদের উপস্থিতি তাদের জানা ছিল না।
ন্যাটো জোটের একজন মুখপাত্র দাবি করেছেন, আফগান সরকারের পক্ষ থেকে ওই হামলা চালানোর পরামর্শ দেয়া হয়েছিল। ভবিষ্যতে নির্ভুল হামলা চালানোর স্বার্থে মঙ্গলবার রাতের হামলার বিষয়টি পর্যালোচনা করা হবে বলে তিনি জানান।
হেলমান্দ প্রদেশের গভর্নর মোহাম্মাদ ইয়াসিন খান এ সম্পর্কে জানান, তালেবান জঙ্গিদের বিরুদ্ধে হামলা চালানোর জন্য ন্যাটো জোটের প্রতি আহ্বান জানানো হয়েছিল এবং হামলায় তালেবান ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
এ ঘটনায় স্থানীয় এক অধিবাসী জানান, মার্কিন বিমান হামলায় কোনো তালেবান নিহত হয়নি বরং নিহত হয়েছেন হতভাগ্য সব বেসামরিক নাগরিক।
নিউজওয়ান২৪/এএস