সুইডেনে ১৭৯ আরোহী নিয়ে দুর্ঘটনায় এয়ার ইন্ডিয়ার প্লেন
বিশ্ব সংবাদ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৮:৩৩ এএম, ২৯ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার

ফাইল ছবি
১৭৯ আরোহী নিয়ে দুর্ঘটনায় পড়েছে এয়ার ইন্ডিয়ার একটি প্লেন। সুইডেনের স্টকহোম আরলান্ডা বিমানবন্দরে এ দুর্ঘটনাটি ঘটে। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায় নি।
প্রাথমিক দুর্ঘটনার কারণ জানা যায়নি। দুর্ঘটনার পর প্লেনটিকে বিমানবন্দরের ৫ নম্বর টার্মিনালে দেখা যায়।
স্থানীয় পুলিশ জানায়, প্লেনটির ডানা বিমানবন্দরের পাশের একটি ভবনকে আঘাত করে। এরপর প্লেনটির আরোহীদের জরুরি নির্গমন পথ দিয়ে বের করে আনা হয়।
স্থানীয় সময় বুধবার বিকেল পৌনে ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা প্লেনটি ঘিরে রেখে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।
নিউজওয়ান২৪/এএস