NewsOne24

মনোনয়ন জমা দিলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী ও পুত্র

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৯:৪১ পিএম, ২৮ নভেম্বর ২০১৮ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

 

বিএনপি নেতা নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা ও তার ছেলে আবরাব ইলিয়াস অর্ণব সিলেট-২ আসনে একসঙ্গে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বুধবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদারের কাছে তারা মনোনয়নপত্র জমা দেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিএনপি থেকে তাহসিনা রুশদি লুনা ও আবরাব ইলিয়াস অর্ণব মনোনয়নের চিঠি পেয়েছেন। তবে এ আসনে নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অনুসারে একজন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মনোনয়নপত্র জমাদানের সময় লুনা ও অর্ণবের সাথে সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, ওসমানীনগর বিএনপির সভাপতি সৈয়দ মোতাহির আলী, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, ইলিয়াস আলীর ছোট ভাই আছকির আলী, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক হাজী আবদুল হাই, বশির আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজওয়ান২৪