NewsOne24

ফেনীতে ট্রেনের ধাক্কায় পাঁচ যাত্রী নিহত

ফেনী প্রতিনিধি

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৮:৫০ পিএম, ২৮ নভেম্বর ২০১৮ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফেনীর শর্শদী বাজারের পূর্ব পাশের রেল গেইটে ট্রেনের ধাক্কায় শিশু, নারীসহ পাঁচ বাসযাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন। নিহতদের মধ্যে শিক্ষক মো. মনসুর ও আবুল বাশারের নাম জানা গেছে। অন্য নিহত ও আহতদের নাম-পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ।

বুধবার সন্ধ্যায় কৈখালী থেকে ছেড়ে আসা ফেনীগামী লোকাল বাসটি রেল গেইট পার হওয়ার সময় নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন বাসটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরব আলী জানান, শর্শদী বাজার রেল গেইটে নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেইনের ধাক্কায় পাঁচজন বাসযাত্রী নিহত হয়েছে। আহতদের স্থানীয়রা বিভিন্ন নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল ও বিভিন্ন প্রাইভেট হাসপাতালের ভর্তি করেছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেন।

দুর্ঘটনার খবর পেয়ে ফেনী- ২ আসনের এমপি ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী ও ফেনী- ৩ আসনের মহাজোট প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ঘটনাস্থলে যান।

নিউজওয়ান২৪/এএস