নিষিদ্ধ ফারজানা ব্রাউনিয়া, বন্ধ তার স্বর্ণকিশোরীর অফিস
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৬:০০ পিএম, ২৮ নভেম্বর ২০১৮ বুধবার
ফাইল ছবি
উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়াকে চ্যানেল আই থেকে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া সেখানে তার স্বর্ণকিশোরীর অফিস থেকেও সব স্টাফদের ছাটাই করার পাশাপাশি তাদের বেতনও স্থগিত করা হয়েছে বলে জানা গিয়েছে।
এছাড়া চ্যানেল আইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘চ্যানেল আইয়ের সম্মান এবং মর্যাদা নষ্ট হয় এমন কিছুর সঙ্গে যুক্ত থাকবে না চ্যানেলটি। আর সেই কারণেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে, গত ১১ অক্টোবর বৈরি আবহাওয়ার কারণে আকাশে উড়তে গিয়ে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার লালবাগ এলাকার একটি হেলিপ্যাডে এ দুর্ঘটনা ঘটে।
আর এ দূর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরিদুর রেজা সাগর, নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা, স্বর্ণ কিশোরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ফারজানা ব্রাউনিয়া। পরে সাগরকে উন্নত চিকিৎসাসেবা দিতে সিঙ্গাপুর নেওয়া হয়েছে। তিনি এখনো সেখানেই আছেন।
আর এই দুর্ঘটনার পরপরই ব্রাউনিয়াকে চ্যানেল আই থেকে নিষিদ্ধ করা হয়েছে বলে জানা যায়। সেদিনের পর থেকেই চ্যানেল আই ও ব্রাউনিয়ার সম্পর্কের অবনতি হয়।
উল্লেখ্য, ফারজানা ব্রাউনিয়া চ্যানেল আইয়ে কাজ করেই পরিচিতি পেয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে সেখানে কাজ করছেন।
নিউজওয়ান২৪/এএস