জাপার চূড়ান্ত তালিকা প্রকাশ ৯ ডিসেম্বর
নিউজ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৪:১৭ পিএম, ২৮ নভেম্বর ২০১৮ বুধবার
ফাইল ছবি
মহাজোটের সঙ্গে প্রার্থিতা প্রত্যাহারের সময় আগামী ৯ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে জাতীয় পার্টি। জাতীয় পার্টির মহাসচিব এবি এম রুহুল আমিন হাওলাদার বুধবার জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।
জাপা মহাসচিব বলেন, মহাজোটের কথা বিবেচনা করে অনেক আসনে ছাড় দিতে হচ্ছে। তাই অনেকেই মনোনয়ন না পেয়ে ক্ষোভে অসত্য এবং বানোয়াট অভিযোগ তুলছেন। মনোনয়ন না পেয়ে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। পার্টির শীর্ষ নেতাদের চরিত্রহননের অপচেষ্টা চালাচ্ছে।
রুহুল আমিন হাওলাদার বলেন, মহাজোটের বিষয়টি আলাপ-আলোচনার মাধ্যমে অনেক দূর এগিয়েছে। মহাজোটে কোনো বিভ্রান্তি নেই। জাতীয় পার্টি মহাজোটের অংশ হিসেবেই নির্বাচনে অংশ নেবে।
তিনি আরও বলেন, ৯ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের সময় মহাজোটের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এ সময় জানা যাবে মহাজোটের কোনো দল কতটি আসন পেয়েছে। তার আগে আসন নিয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাবে না।
নিউজওয়ান২৪/এএস