NewsOne24

বগুড়ায় খালেদা জিয়ার বিকল্প ফখরুল

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০২:০৮ পিএম, ২৮ নভেম্বর ২০১৮ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিকল্প রেখে বগুড়া-৬ আসন থেকে দলীয় চেয়ারপরসন খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।  দাখিল হয়েছে দলটির মহাসচিবের মনোনয়নও।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফয়েজ আহমেদের কাছে বুধবার দুপুর সোয়া একটার দিকে খালেদার পক্ষে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম।

সাইফুল ইসলাম বলেন, কোনো কারণে যদি খালেদা জিয়া নির্বাচনে যোগ দিতে না পারেন তাহলে এ আসন থেকে মির্জা ফখরুল নির্বাচন করবেন। এ বিষয়ে অনলাইনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দেয়ার প্রক্রিয়া চলছে।

নিউজওয়ান২৪/এমএস