ভারত সত্যিকারের ধর্মনিরপেক্ষ আর সুরক্ষিত দেশ: তসলিমা
বটতলা ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ১০:২৯ এএম, ৬ নভেম্বর ২০১৬ রোববার | আপডেট: ১১:২৬ এএম, ৬ নভেম্বর ২০১৬ রোববার

তসলিমা নাসরিন -ফাইল ফটো
বিতর্কিত লেখক তসলিমা নাসরিন বলেছেন, ভারত সত্যিকারের ধর্মনিরপেক্ষ আর সুরক্ষিত দেশ। তার বাকি জীবন নির্বাসনে কাটানো ছাড়া গত্যন্তর নেই জানিয়ে বর্তমানে ৫৪ বছর বয়সী তসলিমা দাবি করেন, ভারতই তার দেশ, ভারতই তার ঘর।
ভারতের গোয়ায় অনুষ্ঠিত ‘ইন্ডিয়া আইডিয়াস কনক্লেভ ২০১৬’-এ গতকাল শনিবার নিজের বক্তব্য দেওয়াকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমি ১৯৯৪ সাল থেকে নির্বাসনে আছি। আমি জানি আমার বাকি জীবন নির্বাসনে কাটানো ছাড়া আমার কাছে বিকল্প নেই। এখন আমি বলছি- ভারত আমার দেশ, ভারত আমার ঘর।
তিনি বলেন, সত্য কথা বলার জন্য কট্টরপন্থি লোকজন এবং তাদের রাজনৈতিক সঙ্গীদের দ্বারা আর কতো ভুগতে হবে আমাকে? আমি বিশ্বাস করি- এই উপমহাদেশে আশ্রয় নেবার মতো সত্যিকারের ধর্মনিরপেক্ষ আর সুরক্ষিত কোনো অংশ যদি থেকে থাকে, তা হচ্ছে শুধুমাত্র ভারত।
ইসলামী কট্টরন্থিদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, তাদের বুঝতে হবে অন্যান্য ধর্মের মতো ইসলামকেও পরিশীলনের পথে যেতে হবে। অন্য ধর্মগুলো নিজেদের মধ্যকার অমানবিক, অসম, অবৈজ্ঞানিক আর বিতর্কিত দৃষ্টিভঙ্গিগুলোর বিষয়ে প্রশ্ন ওঠানোর মাধ্যমে এই প্রক্রিয়া পার করেছে।
বাংলাদেশ প্রসঙ্গে তসলিমা বলেন, আমি সত্যিকারভাবে আশা করি ধর্মনিরপেক্ষতার আন্দোলন আমার দেশে শুরু হবে যা সত্যিকারের গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা কায়েমের লক্ষ্যে রূপ নেবে ইতিবাচক রাজনৈতিক আন্দোলনে।
তার মতে সংকীর্ণ রাজনীতিমনা লোকজন চিরকালই সমাজকে অন্ধকারের পথে নিক্ষেপ করবে, শুধু মুষ্ঠিমেয় কিছু লোকই চিরকাল সমাজের কল্যাণে এবং শুভবুদ্ধি রক্ষায় লড়াই করে যাবে।
গোয়ায় চলমান ইন্ডিয়া আইডিয়াস কনক্লেভের আয়োজনক ইন্ডিয়া ফাইন্ডেশন। তসলিমা বিগত কয়েক বছর ধরে ভারতে বসবাস করছেন। টাইমস অব ইন্ডয়া, এনবিটি, দ্য ইকোনমিক টাইম
নিউজওয়ান২৪.কম/একে