NewsOne24

চীনে রাসায়নিক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১০:২৩ এএম, ২৮ নভেম্বর ২০১৮ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশে রাসায়ানিক কারখানার পাশে একটি বিস্ফোরণে ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২২ জন। বুধবার (২৮ নভেম্বর) সকালে প্রদেশের ঝাংজিজিউ শহরে এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বিস্ফোরণের একটি ভিডিও শেয়ার করেছে। তাতে কালো ধোয়া ও অগ্নিশিখা দেখা যাচ্ছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, বিস্ফোরণের এ ঘটনায় ৫০টি গাড়ি ভস্মীভূত হয়েছে।

সংবাদমাধ্যমটি আরো জানায়, খবর পাওয়া মাত্র দমকল বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। শুরু হয়েছে উদ্ধার অভিযান। চলছে আগুন নেভানোর কাজ। এখনো বিস্ফোরণের কারণ জানা যায়নি। তবে বিস্ফোরণের তীব্রতা দেখে মৃত ও আহত দুটি ক্ষেত্রেই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে মনে হচ্ছে। যারা আহত হয়েছে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নিউজওয়ান২৪/এমএস