ধানের শীষে লড়বেন খোকার ছেলে ইশরাক
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৬:১০ পিএম, ২৭ নভেম্বর ২০১৮ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি দিচ্ছে বিএনপি। মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে দ্বিতীয় দিনের চিঠি দেয়ার কার্যক্রম শুরু করে রাজপথের এ বিরোধী দল। ঢাকা-৬ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন।
দুপুরে কর্মী-সমর্থকদের নিয়ে গুলশান কার্যালয়ে এসে মনোনয়নের চিঠি সংগ্রহ করেন তিনি।
এ সময় প্রকৌশলী ইশরাক বলেন, দল মনোনয়ন দেয়ায় আমি কৃতজ্ঞ। ঢাকা-৬ আসনটি আমি ধানের শীষকে উপহার দেয়ার চেষ্টা করব।
উল্লেখ্য, তার বাবা সাদেক হোসেন খোকা অবিভক্ত ঢাকার মেয়র ছিলেন। তিনি ঢাকা-৬ আসন থেকে নির্বাচন করার কথা ছিল তবে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
নিউজওয়ান২৪/ইরু