NewsOne24

নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৫:২৫ পিএম, ২৭ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি


পাবনার ঈশ্বরদীর রূপুপর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাসেল ইসলাম (২২) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে সাহাপুর ইউনিয়নের নতুনহাট এলাকায় গ্রিনসিটিতে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রাসেল যশোর জেলার শারশা উপজেলার ধালদা গ্রামের উজানুর রহমানের ছেলে।

 ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

জানা গেছে,  গ্রিনসিটি আবাসনের হাসান অ্যান্ড সন্স নামে একটি বে-সরকারি কোম্পানির অধিনে নির্মাণাধীন ভবনের ষোল তলায় কাজ করতো রাসেল। ভবনের বাইরে কাজ করার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় রাসেলকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি।

নিউজওয়ান২৪/এমএম