বিপজ্জনক উসকানি থেকে বিরত থাকুন: ইউক্রেনকে রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১১:১৫ এএম, ২৭ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

ফাইল ছবি
ক্রাইমিয়ার কাছে আজোভ সাগরের কের্চ প্রণালীতে ইউক্রেনকে বিপজ্জনক উসকানি থেকে বিরত থাকার জন্য হুঁশিয়ার করে দিয়েছে রাশিয়া। ইউক্রেনের তিনটি জাহাজ আটকের পরের দিন সোমবার (২৬ নভেম্বর) এ হুঁশিয়ারি দিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেন বিপজ্জনক পদ্ধতিতে আন্তর্জাতিক রীতি ও প্রথা ভঙ্গ করেছে। তাদের এই পদক্ষেপ কের্চ এলাকায় জাহাজ চলাচলের ক্ষেত্রে হুমকি এবং ঝুঁকি সৃষ্টি করেছে।
এছাড়া, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ক্রিমিয়ার কাছে রাশিয়ার পানি সীমা লঙ্ঘন করার ঘটনায় ইউক্রেনের শীর্ষ পর্যায়ের কূটনীতিককে তলব করবে মস্কো।
আজোভ সাগরের কের্চ প্রণালীর ওপর নির্মিত রাশিয়ার সংযোগ সেতু এলাকায় রুশ জঙ্গিবিমানের টহল কের্চ প্রণালীর কাছ থেকে রবিবার ইউক্রেনের দুটি যুদ্ধজাহাজ ও একটি টাগবোট আটক করেছে রাশিয়া। এসব নৌযান অবৈধভাবে রাশিয়ার পানিসীমা লঙ্ঘন করেছিল। এসব যান আগে থেকে রাশিয়াকে ওই এলাকায় প্রবেশের কথা জানায়নি এবং থামার জন্য সতর্ক সংকেত দেয়া হলেও তা উপেক্ষা করেছে।
নিউজওয়ান২৪/এমএস