ছিনতাইকালে আটক জাবির পাঁচ শিক্ষার্থী, বিভিন্ন মেয়াদে বহিস্কার
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১০:৪৫ এএম, ২৭ নভেম্বর ২০১৮ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে ছিনতাইকালে আটক পাঁচ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কারসহ বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।
সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়।
এর আগে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় এদের বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সুপারিশ করা হয়।
শৃঙ্খলা বোর্ড সূত্রে জানা যায়, লোকপ্রশাসন বিভাগের ইয়ারাফিউ শিকদার, মুস্তাফিজুর রহমান, সোহেল রানাকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন এবং বাংলা বিভাগের আসিফ আহমেদ ও সজীব গাজীকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
শৃঙ্খলা বোর্ডের কয়েকজন বলেন, এই তিনজন (ইয়ারাফিউ শিকদার, মুস্তাফিজুর রহমান, সোহেল রানা) এর আগেও ছিনতাই ও সাংবাদিক মারধরের ঘটনায় অভিযুক্ত।
নিউজওয়ান২৪/জেডএস