NewsOne24

কুমিল্লায় ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা

কুমিল্লা প্রতিনিধি

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৮:৪৯ এএম, ২৭ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

কুমিল্লায় এক ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার রাত ৯টার দিকে নগরীর শামবকসি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত দেলোয়ার হোসেন (৪৫) শামবকসি এলাকার আবু মহসিনের ছেলে। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং গত সিটি কর্পোরেশন নির্বাচনে ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলেন।

স্থানীয় লোকজন জানান,  রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে এসে দেলোয়ার হোসেনকে কাছ থেকে মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাৎক্ষণিক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

কুমিল্লা সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, দেলোয়ারের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত করে দেখছে।

নিউজওয়ান২৪/এমএস