NewsOne24

তুরস্কে প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৮:৩৬ পিএম, ২৬ নভেম্বর ২০১৮ সোমবার

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত


তুরস্কের ইস্তানবুলে একটি সামরিক প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

সোমবার সকালে ইস্তানবুলের সামানদিরা বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পর পাশের একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ দুর্ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা কাজ করছেন। এছাড়া এই দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু করা হয়েছে।

ইউএইচ-ওয়ান মডেলের সামরিক হেলিকপ্টারটি  দুটি বহুতল আবাসিক ভবনের মাঝখানে পড়ে। ঘটনাস্থলের আশেপাশে অনেক জিনিস ছড়িয়ে ছিটিয়ে ছিল।

তুর্কি সংবাদপত্র হুরিয়েত জানিয়েছে, গত ২০ বছরে এটা ইস্তানবুলে পঞ্চম হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা।

নিউজওয়ান২৪/এএফ