NewsOne24

ঘুমের কারণে শাশুড়ীকে হত্যা পুত্রবধূর

নিউজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৭:৫১ পিএম, ২৬ নভেম্বর ২০১৮ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঘুমের ব্যাঘাত ঘটায় শাশুড়ীকে নখ কাটার ব্লেড দিয়ে জবাই করে পুত্রবধূ রোজিনা। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গা হাতিমোহন গ্রামে শনিবার ভোরে এ ঘটনা ঘটে। 

এদিকে রাজবাড়ী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দীতে রোববার বিকেলে নিজের দোষ স্বীকার করেন রোজিনা। জবানবন্দী শেষে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

জবানবন্দীতে ঘাতক পুত্রবধূ রোজিনা বলেন, প্রায় দেড় বছর ধরে তার শাশুড়ী অসুস্থ ছিলেন। প্রায়ই বিছানাতে প্রসাব পায়খানা করতেন। কারণে অকারণে তিনি তাকে ডাকাডাকি করতেন। ঠিকমত দেখা শোনা না করলে ছেলের কাছে অভিযোগ দিতেন করতেন। পরে স্বামী মাঝে মধ্যে তাকে গালাগালিসহ মারপিট করতেন।

এসব কারনে শাশুড়ী নুরজাহান বেগমের ওপর ক্ষিপ্ত ছিলেন তিনি। গত শনিবার গভীর রাতে তার শাশুড়ী নুরজাহান বেগম কয়েকবার তাকে ডাকাডাকি করলে এতে তার ঘুমের মারাত্মক ব্যাঘাত হয়।

ভোর সাড়ে ৩টার দিকে তার স্বামী বারেক শেখ ও দুই ছেলে বাড়ী থেকে আধা কিলোমিটার দূরে ক্ষেতে ফুলকপি তুলতে যায়। এ সুযোগে তিনি ঘরে থাকা নখ কাটার ব্লেড দিয়ে ঘুমন্ত অবস্থায় শাশুড়ী নুরজাহানকে কয়েক দফা পোজ মেরে হত্যা করে।

শনিবার ভোর রাতে পুলিশ নিজের বসত ঘর থেকে গলা কাটা অবস্থায় বৃদ্ধ নুরজাহান বেগমের (৭০) মৃতদেহ উদ্ধার করে।

নিউজওয়ান২৪/এএস