খুবই অদ্ভূত ঘটনা!
ইত্যাদি ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ১০:৪৭ পিএম, ২ নভেম্বর ২০১৬ বুধবার | আপডেট: ১১:২৩ পিএম, ৩ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার

প্রতীকি ছবি
ঘটনাস্থল জাপানের টোকিও মেডিক্যাল ইউনিভার্সিটি হাসপাতালের হাইটেক অপারেশন থিয়েটার। অপারেশন চলছিল বয়স তিরিশের কোঠার এক নারীর। তার গলায় লেজার সার্জারি করছিলেন ডাক্তাররা। চারদিকে পিনপতন নিরবত।
হঠাৎ সবাইকে চমকে দিয়ে অপারেশন টেবিলে শোয়া ওই নারী সবেগে বায়ূত্যাগ করলেন। অপারেশনরত চিকিৎসকরা এবং তাদের সহকারীরা কিছুটা অপ্রস্তুত হলেন। অপ্রস্তুত রোগীনি নিজেও।
তবে তা পল মাত্র সময়ের জন্য। কারণ, এরমধ্যেই যা ঘটে গেল তার জন্য কেউ প্রস্তুত ছিলেন না। দেখা গেল আগুন লেগে গেছে অপারেশন থিয়েটারে এবং এর কারণ হচ্ছে রোগীনির সদ্য ত্যাগ করা বিষাক্ত উষ্ণ বায়ূ।
আগুনের ফলে ওই নারীর কোমড় ও উরুর বড় অংশ পুড়ে গেছে। গত এপ্রিলে ঘটা অনাকাঙ্ক্ষিত আর অদ্ভূত ওই ঘটনাটিকে গোপন রাখা হয়েছিল এতদিন। তবে আগুনের কারণ অণুসন্ধানে তদন্ত কমিটির প্রতিবেদন সূত্রে বিষয়টি এখন প্রকাশ্যে এসেছে। তবে গোপন রাখ হছে রোগীনির নাম-পরিচয়।
এ বিষয়ে গঠিত বিশেষজ্ঞ কমিটি আগুনের কারণ সম্পর্কে একটি বিবৃতি দিয়েছে যার সার কথা হচ্ছে- যখন ওই নারীর অভ্যন্তরীণ বায়ূ অপারেশন রুমে প্রকাশ হয় তখন তা সেখানকার লেজার রশ্মির দাহ্যকরণ অনুসঙ্গের সংস্পর্ষে আসে। এর ফলে উত্তাপ ছড়িয়ে পড়ে এবং এটা রোগীর কাপড় ও অপারেশন থিয়েটারের অন্যা্ন্য কাপড়ে আগুন ধরিয়ে দেয়। নিউজ.কম, ইয়াহু.কম. টেলিগ্রাফ.কম. এমিরেটস২৪৭
নিউজওয়ান২৪.কম/একে