মাঠ পর্যায়ের প্রশাসনে রদবদল চায় বিএনপি
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৯:০২ পিএম, ২৫ নভেম্বর ২০১৮ রোববার
ফাইল ছবি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ের প্রশাসনে রদবদলের দাবি জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
রবিবার নির্বাচন ভবনে ২০ দলীয় জোটের প্রতিনিধিদল ও নির্বাচন কমিশনার রফিকুল ইসলামের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে জোটের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
বৈঠক শেষে কর্নেল (অব.) অলি আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আমরা সব জেলা প্রশাসক এবং এসপিকে বর্তমান কর্মস্থল থেকে অন্য জেলায় বদলির দাবি জানিয়েছি।’
তিনি বলেন, বিতর্কিত কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার দাবিও জোটের পক্ষ থেকে জানানো হয়েছে।
পুলিশ বিএনপি নেতা-কর্মীদের এবং নির্বাচনের সম্ভাব্য এজেন্টদের গ্রেপ্তার অব্যাহত রেখেছে উল্লেখ করে এলডিপি প্রেসিডেন্ট অলি আহমেদ বলেন, ‘আমরা তাদের বলেছি, আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যাবে না। অন্যথায় আমরা ধরে নেব যে, নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়।’
তিনি বলেন, ‘স্বচ্ছ নির্বাচনের জন্য এখনও দৃশ্যমান কোনো পরিবেশ তৈরি হয়নি।’
তিনি আরও বলেন, গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে অজ্ঞাতনামাদের অভিযুক্ত করে অনেক গায়েবি মামলা দায়ের করা হয়েছে।
নিউজওয়ান২৪/টিআর