NewsOne24

আসন বিন্যাস নিয়ে মন্তব্য করতে নারাজ কাদের

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৪:৫৮ পিএম, ২৫ নভেম্বর ২০১৮ রোববার

ফাইল ছবি

ফাইল ছবি

মহাজোটের আসন সংখ্যা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আমি জানি কিন্তু এখন বলবো না। তবে মহাজোটের জন্য আসন ৭০ এর মধ্যে সীমিত থাকবে। রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মহাজোটকে কত আসনে ছাড় দেবেন এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, এটা ৬০, ৬৫ কিংবা ৭০ হতে পারে। আমরা সবার সঙ্গে আলাপ আলোচনা করেছি এবং তারা যে তালিকা দিয়েছে তাতে ইলেকটেবল প্রার্থীর তালিকা ৬৫-৭০ এর বেশি হবে না।

তিনি আরও বলেন, মনোনয়নে প্রয়োজনে পরিবর্তন আসতে পারে। তবে এটা খুব বেশি নয়। আমরা কোথাও কোথাও দুটো চিঠিও দিয়ে দিচ্ছি, নানা কারণে। এটার প্রাকটিক্যাল কিছু কারণ আছে।

আজ মনোনয়নের তালিকা দেয়া হবে না, আগামীকাল এ বিষয়ে ঘোষণার পর সেটা পাওয়া যাবে বলেও জানান সেতুমন্ত্রী।

আজ তিনি ৩টি চিঠি সংগ্রহ করেছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দুটি আমাদের সভাপতি শেখ হাসিনার জন্য। এর মধ্যে একটি হলো রংপুর এবং অন্যটি হলো গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। আরেকটি মাননীয় স্পিকারের জন্য রংপুরের একটি আসন।

এ সময় যুক্তফ্রন্ট সম্পর্কে এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, তারা ক্ষমতায় আসলে দেশ চরমপন্থার দিকে চলে যাবে। অন্ধকার নেমে আসবে, বিভীষিকা নেমে আসবে। ২০০১ সালের চেয়ে ভয়ংকর মূর্তিতে তারা আবির্ভূত হবে। তারা তো পল্টনে পুলিশের ওপর বর্বরোচিত হামলা করে তা বুঝিয়ে দিয়েছে।

ওবায়দুল কাদের আরও বলেন, মনে মনে মনকলা খাচ্ছে। ৩০ ডিসেম্বর টের পাবে দেশের জনগণ কার সঙ্গে আছে। এই দেশের জনগণ মুক্তিযুদ্ধবিরোধী, স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে থাকতে পারে না। এই দেশের জনগণ শেখ হাসিনার মতো বিশ্বসমাদৃত সৎ, কর্মঠ প্রধানমন্ত্রীকে হারাতে চায় না। প্রমাণ পাবে ৩০ ডিসেম্বর।

নির্বাচনে একটি আসনের বেশি তার নির্বাচন করার যোগ্যতা নেই বলেও জানান ওবায়দুল কাদের।

নিউজওয়ান২৪/এএস