খুলনার আধুনিক রেল স্টেশনে ট্রেন চলাচল শুরু
খুলনা প্রতিনিধি
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০২:১০ পিএম, ২৫ নভেম্বর ২০১৮ রোববার

ফাইল ছবি
খুলনায় নবনির্মিত আধুনিক রেল স্টেশনটি রোববার সকালে চিত্রা এক্সপ্রেস দিয়ে যাত্রা শুরু করেছে। এরই মাধ্যমে ট্রেন চলাচল শুরু হলো আধুনিক এ রেল স্টেশন থেকে।
নতুন স্টেশন থেকে প্রথম ট্রেন যাত্রার সময় উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক মো. মজিবর রহমান।
খুলনা আধুনিক রেলস্টেশনটি তিনতলা বিশিষ্ট। প্রথমতলায় স্টেশন ভবনে রয়েছে ছয়টি টিকেট কাউন্টার, ওয়েটিং রুম ও সহকারী স্টেশন মাস্টারের রুম। দ্বিতীয় তলায় স্টেশন মাস্টারের রুম, রেস্টুরেন্ট, ব্যাংকের শাখা, নারী-পুরুষের জন্য আলাদা ওয়েটিং রুম, ফাস্টফুড এবং রেল কর্মকর্তাদের জন্য আলাদা কক্ষ।
তৃতীয় তলায় রেলওয়ের প্রকৌশলীদের অফিস কক্ষ। একসঙ্গে ছয়টি ট্রেন স্টেশনে প্রবেশ এবং বের হতে পারবে। স্টেশনে সিটিং ব্যবস্থা, সিসি ক্যমেরা ও অগ্নিনির্বাপন ব্যবস্থা রয়েছে। স্টেশন চত্বরে রয়েছে দৃষ্টিনন্দন ফুলের বাগান এবং অধিক সংখ্যক গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা।
নিউজওয়ান২৪/জেডএস