রওশনের বাবা নাকি এরশাদ?- প্রথম আলো
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০২:০৬ পিএম, ২৫ নভেম্বর ২০১৮ রোববার
ফাইল ছবি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন নিয়ে নিয়মিত প্রতিবেদন দিচ্ছে দেশের শীর্ষ স্থানীয় গণমাধ্যম প্রথম আলো। রবিবার ময়মনসিংহ-৪ আসন নিয়েও প্রকাশ করে তাদের প্রতিবেদন। কিন্তু সেখানে ওই আসনের এমপি ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদের পিতার নাম হুসেইন মোহাম্মদ এরশাদ নামে উল্লেখ করা হয়েছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ।
প্রথম আলোয় প্রকাশিত ভুল প্রতিবেদনের স্ক্রিনশট
তবে বেলা ১টা ৩৭ মিনিটের দিকে ভুলটা সংশোধন করে ফেলে প্রথম আলো। ভুল যে কারও হতে পারে। তবে প্রথম আলোর মতো দেশসেরা গণমাধ্যমের পক্ষে এ ধরনের স্পর্শকাতর ভুল অনেককেই হতবাক করেছে।
প্রথম আলোয় প্রকাশিত ভুল প্রতিবেদনটি সংশোধনের পর স্ক্রিনশট
জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ গতবার এ আসন থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন।
ময়মনসিংহের এ আসনের নাম্বার ১৪৯। এখানে মোট ভোটার পাঁচ লাখ ৫৬ হাজার ৯৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৭৯ হাজার ৫৫০ ও নারী ভোটার দুই লাখ ৭৭ হাজার ৪৪৬ জন।
নিউজওয়ান২৪/এমএস