জানালা দিয়ে ঝুলছিল শিশুটি, ছুটে গেলেন ‘স্পাইডারম্যান’ (ভিডিও)
ইত্যাদি ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ০২:১৮ পিএম, ১ নভেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০১:২২ এএম, ৩ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার

শিশুটির অবস্থান লাল চিহ্নিত বৃত্তে -ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্র
পূর্ব চীনের শ্যানডং পদেশের লিয়াওচেঙ শহরের লিয়াং লেইকে এখন তার দেশের বাস্তবের স্পাইডারম্যান বলে মনে করছেন অনেকেই। কারণ, নিজের জীবন বাজি রেখে অবিশ্বাস্য তৎপরতায় তিনি প্রাণে বাঁচিয়েছেন দুই বছরের এক শিশুকে।
স্রেফ খালি হাতে উঁচু ভবনের বেশ কয়েকটি তলার দেয়াল-কার্নিশ বেয়ে উঠে যান তিনি শিশুটির কাছে।
সম্প্রতি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় লিয়াং হঠাৎ দেখতে পান শিশুটি একটি চারতলা ভবনের জানালা দিয়ে ঝুলছে। তার মাথাটি কোনোমতে জানালার দুটি স্টিল বারের মাঝে আটকে ছিল। মাথাটা একটু নাড়ালেই শিশুটি পড়ে যাবে- একেবারে রাস্তায়!
কোনো ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থার পরোয়া না করেই তিনি সঙ্গে সঙ্গে শিশুটিকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়ে দেয়াল বেয়ে উঠতে শুরু করেন।
কাছে গিয়ে তিনি শিশুটিকে ধরে রাখেন। পরে ভেতর থেকে লোক এসে শিশুটিকে টেনে নেয়।
তার দুঃসাহসিক ভূমিকা সম্পর্কে লিয়াং বলেন, আমি দেয়াল বেয়ে উঠার সিদ্ধান্ত নেই, কারণ শিশুটি বিপদে ছিল।
এ ঘটনার ভিডিও ক্লিপস ইন্টারনেটে ব্যাপক শেয়ার হচ্ছে। সবাই প্রশংসা করছেন লিয়াংয়ের।
শিশুটির নাম–পরিচয় প্রকাশ করা হয়নি।
নিউজওয়ান২৪.কম/আরকে