NewsOne24

আওয়ামী লীগের সঙ্গে থাকতে চায় জাতীয় পার্টি

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৬:৫৯ পিএম, ২৪ নভেম্বর ২০১৮ শনিবার

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত


আসন্ন নির্বাচনে জাতীয় পার্টি আসন ভাগাভাগিকে কম গুরুত্ব দিয়ে আওয়ামী লীগের সঙ্গেই থাকতে চায় বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে প্রায় চার ঘণ্টা বৈঠক করেন জাতীয় পার্টির মহাসচিব।

বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় জাপা মহাসচিব সাংবাদিকদের জানান, যেসব আসন আমরা চাই, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। আলোচনা আরও হবে। আসনের দাবিতে যতদূর সম্ভব ছাড় দিয়েই আওয়ামী লীগের সঙ্গে থাকতে চায় জাতীয় পার্টি। আসল লক্ষ্যে পৌঁছানোর জন্য নির্ভুল পথে চলতে হবে, এখানে আবেগের সুযোগ নেই।

জাপা মহাজোট থেকে কতগুলো আসন পাচ্ছে- জানতে চাইতে রুহুল আমিন হাওলাদার বলেন, আমরা বেশ কিছু আসন পেয়েছি। চূড়ান্ত মনোনয়নের আরও আসন পাবো বলে আমরা আশাবাদী।

আসন বণ্টন নিয়ে জাতীয় পার্টির মহাসচিবের সঙ্গে বৈঠকে কোনো সমঝোতা হয়েছে কিনা জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বৈঠকে আমরা ইন্টার্নাল আলোচনা করছি, ১৪ দল ও জাতীয় পার্টিসহ অন্যান্য শরিক দলের সঙ্গেও আমরা কথা বলেছি। এখন আসন ভাগাভাগির বিষয়টি আলাপ-আলোচনার পর্যায়ে আছে। কাল-পরশুর মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

জাতীয় পার্টিকে কয়টি আসন দেওয়া হচ্ছে- জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এখনই তা নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। অনেক কিছু চিন্তভাবনা করেই সিদ্ধান্ত নিতে হবে আমাদের। তবে শরিকদের ৬৫-৭০র বেশি আসন দেওয়া হচ্ছে না।

আলোচনায় হাওলাদারের সঙ্গে ছিলেন জাতীয় পার্টি থেকে মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা ও মুজিবুল হক চুন্নু ও কাজী ফিরোজ রশীদ।

নিউজওয়ান২৪/এএস