নারায়ণগঞ্জে স্টিল মিলে দগ্ধ শ্রমিকদের ২ জনের মৃত্যু
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৩:২৪ পিএম, ২৪ নভেম্বর ২০১৮ শনিবার

নারায়ণগঞ্জের মদনপুরে স্টিল মিলের দগ্ধ শ্রমিকদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।
তারা হলেন- মাসুম মিয়া ও নয়ন মিয়া। তাদের দুজনেরই শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ২টায় মাসুম ও সাড়ে ৩টার দিকে নয়ন মারা যান।
মাসুম বগুড়ার সোনাতলা উপজেলার রানীপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তিনি ওই স্টিল মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।
নয়ন মুন্সীগঞ্জ জেলার আব্দুর রশিদ ঢালীর ছেলে। তিনিও ওই কারখানার শ্রমিক ছিলেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের এএসআই আবদুল খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্টিল মিলে ১৩ জন শ্রমিক দগ্ধ হয়েছিলেন। তাদের মধ্যে মাসুম ও নয়ন নামে দুইজনের মৃত্যু হলো। বাকি দগ্ধ শ্রমিকরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মদনপুরে মোন্তাহার স্টিল মিলে রড তৈরির জন্য লোহা গলানোর সময় গলিত লোহা গায়ে পড়ে ১৩ শ্রমিক দগ্ধ হন।
চিকিৎসাধীন দগ্ধ শ্রমিকরা হলেন- রুপক (২০), সুজন (২৮), রানা (২২), আরিফ (২২), সজিব (২৫), গোপাল মণ্ডল (২৬), সালাউদ্দিন (২৫), কবির (৩৫), জাফর (২৫), মানিক (২৬) ও শাকিল (২৫)।
নিউজওয়ান২৪/এএস