NewsOne24

সাকিব-তাইজুলের থলেয় দুই দুই চার শিকার

স্পোর্টস ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১২:০০ পিএম, ২৪ নভেম্বর ২০১৮ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাকিবের পর তাইজুলের ঘূর্ণিতে বিপদ আরও বেড়েছে ওয়েস্ট ইন্ডিজের। সাকিবের পর এবার জোড়া উইকেট তুলে নিলেন তাইজুল ইসলাম। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েট ও রস্টন চেজকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি। মাত্র ৮ রান করেই প্যাভিলিয়নে ফিরে যান ক্যারিবিয় অধিনায়ক। চেজ ফেরেন শূন্য রানে। বাংলাদেশি স্পিনারদের মায়াজালে কাবু হয়ে লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে মাত্র ১১ রানেই ৪ উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ।

এর আগে চট্টগ্রাম টেস্ট জিততে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ২০৪ রানের টার্গেট দেয় বাংলাদেশ।দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অলআউট হয় মাত্রও ১২৫ রানে।স্বাগতিকদের লিড দাঁড়ায় ২০৩ রান।ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দেবেন্দ্র বিশু ৪ টি, রোস্টন চেজ ৩ টি ও ওয়ারিকান ২ উইকেট নেন।নিজেদের প্রথম ইনিংসে ২৪৬  রানে অলআউট হয় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।  ক্যারিবীয়দের পক্ষে  শিমরান হেটমায়ার ৬৩ ও শেন ডওরিচ ৬৩ রান করেন।  বাংলাদেশ দলের পক্ষে অভিষিক্ত নাঈম হাসান ৫ টি, অধিনায়ক সাকিব আল হাসান ৩ টি, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম ১ টি করে উইকেট লাভ করেন। বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৩২৪ রানে অলআউট হয় বাংলাদেশ। বাংলাদেশ দলের পক্ষে মুমিনুল হক সর্বোচ্চ ১২০ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে পেসার শ্যানন গ্যাব্রিয়াল ও স্পিনার ওয়ারিকান ৪ টি করে উইকেট নেন।

প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন সাকিব আল হাসান। ২০৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারেই সাকিবের বলে আউট হয়ে ফিরে যান কাইরান পাওয়েল। মুশফিকের হাতে স্ট্যাম্পিংয়ের শিকার হন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসের পঞ্চম ওভারে উইকেট নেন সাকিব আল হাসান। শাই হোপ উইকেটের পেছনে মুশফিককে ক্যাচ দিয়ে আউট।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ প্রথম ইনিংস- ৩২৪/১০

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস- ২৪৬/১০

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস- ১২৫/১০,

ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস- ১১/৪ টার্গেট- ২০৪

নিউজওয়ান২৪/ এমএস