মোদি মিথ্যাবাদী: রাহুল গান্ধী
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১১:৩৯ এএম, ২৪ নভেম্বর ২০১৮ শনিবার

ফাইল ছবি
দেশর মানুষ আজ বুঝতে পেরেছেন-নির্বাচনে জয় লাভের জন্য নরেন্দ্র মোদি কেবল মিথ্যে কথা বলে যাচ্ছে আর ফাঁকা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন।বললেন বিরোধীদলের সভাপতি রাহুল গান্ধী।
বিজেপিশাসিত মধ্য প্রদেশের বিদিশায় এক নির্বাচনি জনসভায় তিনি শুক্রবার ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
রাহুল বলেন, ‘মোদিজী' যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন প্রত্যেক প্রচারসভায় তিনি বলেছিলেন- প্রতি বছর দুই কোটি বেকারের কর্মসংস্থান হবে। কৃষকের ফসলের সঠিক মূল্য দেয়া হবে। প্রত্যেকের অ্যাকাউন্টে পনের লাখ টাকা দেয়ার কথাও বলেছিলেন। কিন্তু ওটা ছিল একেবারেই মিথ্যে প্রতিশ্রুতি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার সময় দুর্নীতি দমন, কৃষকদের সমস্যা সমাধান ও কর্মসংস্থানের কথা বলেছিলেন। কিন্তু এখন ওনার ভাষণ শুনে দেখুন এসব কথা আর বলছেন না।
রাহুল বলেন, বিজেপির সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়েছে। কৃষকদের ঋণ মওকুফ নিয়ে প্রধানমন্ত্রী নীরব রয়েছেন।
নিউজওয়ান২৪/ইরু