কেমন ‘কুরুচির বাবা’, মেয়েকে বেচে দিলেন!
নিউজ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১০:৫২ এএম, ২৪ নভেম্বর ২০১৮ শনিবার

ফাইল ছবি
আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে ঘটেছে রীতিমত অবাক হওয়ার মত ঘটনা, যেখানে নিজের ১৭ বছর বয়সী মেয়েকে নববধূ সাজিয়ে ফেসবুকের মাধ্যমে নিলামে বিক্রি করেছেন বাবা।
জানা গেছে, ওই নিলামে অংশ নেন পাঁচজন ধনী ব্যক্তি। যাদের মধ্যে ওই অঞ্চলের একজন ডেপুটি জেনারেলও ছিলেন। নিলামে ওই নাবালিকাকে যে ব্যক্তি ‘কিনে’ নেন তার পত্নীর সংখ্যা আটজন। তিনি ৫০০ গরু, ১০ হাজার ডলার, দুটি বিলাসবহুল গাড়ি, দুটি বাইক, কয়েকটি দামি মোবাইল ফোন দিয়ে ওই নাবালিকাকে তার সঙ্গে নিয়েও যান।
এই ঘটনায় সমালোচনার ঝড় বইছে পুরো দেশজুড়ে। মানিবাধিকার সংগঠনগুলো একে ‘আধুনিক যুগের দাস-প্রথা’ বলে অভিহিত করেছে।
পোস্টটি ভাইরাল হলে আফ্রিকার নারীদের নিয়ে কাজ করা সংস্থা ‘আফ্রিকান ফেমিনিজম’ এর পক্ষ থেকে একটি টুইট করে বলা হয়, ‘নভেম্বর মাসে দক্ষিণ সুদানের একটি মেয়েকে ফেসবুকে রীতিমতো সাজিয়ে-গুছিয়ে এনে নিলামে তোলা হয়। যাতে উপস্থিত ছিলেন দেশটির এক সরকারি কর্মকর্তাও। বিষয়টি আসলেই দুঃখজনক’
উল্লেখ্য, দক্ষিণ সুদানের অর্থনীতি বর্তমানে তেলের ওপর নির্ভরশীল। অবিভক্ত সুদানের ৭৫ শতাংশ তেলের মজুদই দক্ষিণ সুদানে রয়েছে বলে ধারণা করা হয়। এছাড়া দেশটি আন্তর্জাতিক বাজারে কাঠ রফতানি করে। তবে পাঁচ দশকেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধ এবং ২০ লাখ মানুষের জীবনের বিনিময়ে স্বাধীনতা পাওয়া আফ্রিকার এই দেশটি এখনো অর্থনীতিতে সচ্ছল হতে পারেনি। দেশটির বেশিরভাগ মানুষই এখনো দারিদ্র সীমার নিচে বসবাস করছে।
নিউজওয়ান২৪/জেডএস