বিবিসির সম্পাদক অ্যাঞ্জেলিনা জোলি
আন্তর্জাতিক ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১০:৪৭ এএম, ২৪ নভেম্বর ২০১৮ শনিবার
ফাইল ছবি
হলিউডের নামকরা অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি বিবিসি রেডিওর সম্পাদক হতে যাচ্ছেন।
বড়দিনকে সামনে রেখে বিবিসি রেডিও ফোর-এর ‘টুডে’অনুষ্ঠানটির জন্য অতিথি সম্পাদক হিসেবে কাজ করবেন তিনি।
এ বছর অতিথি সম্পাদক হিসেবে আরও থাকবেন ইতিহাসবিদ অ্যান্ড্রু রবার্ট, ঔপন্যাসিক কামিলা সামসি, নারীবাদী ব্লগার ছিদেরা এগুরে প্রমুখ।
অস্কারজয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি জাতিসংঘের শরণার্থীবিষয়ক বিশেষ দূত। বিভিন্ন মানবিক কাজের জন্য সুপরিচিত তিনি। জোলির এক মুখপাত্র জানিয়েছেন, ইতিমধ্যে অনুষ্ঠানটির জন্য বিবিসি রেডিওর সাংবাদিকদের সঙ্গে প্রস্তুতি নিতে শুরু করেছেন তিনি।
জোলি বলেন, ২৮ ডিসেম্বর বিবিসির অতিথি সম্পাদকের দায়িত্ব পালন করবেন তিনি। এই অনুষ্ঠানে যুদ্ধক্ষেত্রে নারীর প্রতি সহিংসতা এবং বৈশ্বিক শরণার্থী সংকট নিয়ে আলোচনা করতে কয়েকজন শরণার্থী আর যুদ্ধফেরত মানুষকে আমন্ত্রণ জানাবেন তিনি। খবর: দ্যা গার্ডিয়ান
নিউজওয়ান২৪/ইরু