আট বছর ধরে গোপন বৈঠক, জামায়াতের আমিরসহ গ্রেফতার ৮
রংপুর প্রতিনিধি
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৮:৪৪ পিএম, ২৩ নভেম্বর ২০১৮ শুক্রবার

গোপন বৈঠক থেকে জামায়াতে ইসলামীর থানা আমির ওয়াজেদ আলী শাহ্কেসহ (৬১) আটজনকে গ্রেফতার করেছে র্যাব।
জানা গেছে, তারা প্রায় ৭-৮ বছর ধরে গোপনে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছেন। বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনাসহ তরুণদের উদ্বুদ্ধকরণ, সংগঠনের জন্য চাঁদা সংগ্রহের কাজে লিপ্ত থাকার কথা স্বীকার করেছেন তারা।
এ সময় ৭টি পেট্রলবোমা, বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার হয়েছে। র্যাবের দাবি, আটককৃতরা গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করছিলেন।
শুক্রবার বিকালে সাংবাদিকদের কাছে এসব তথ্য জানান র্যাব-১৩ এর সহকারী পরিচালক আহসান হাবীব।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ রংপুরের সিপিএসসির একটি বিশেষ দল শুক্রবার সকালে নগরীর দামুদরপুর লাবুর মিল বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ৭টি পেট্রলবোমা, বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার হয়।
র্যাব কর্মকর্তা আহসান হাবীব আরো বলেন, ওয়াজেদ আলী শাহের বিরুদ্ধে বিভিন্ন সময়ের একাধিক নাশকতার মামলা রয়েছে।
নিউজওয়ান২৪/এএস