ইমরুলকে ধাক্কা মারায় আইসিসির কড়া সিদ্ধান্ত
স্পোর্টস ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৮:২১ পিএম, ২৩ নভেম্বর ২০১৮ শুক্রবার
আচরণবিধি ভঙ্গের দায়ে টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা পেসার ওয়েস্ট ইন্ডিজের শ্যানন গ্যাব্রিয়েলার বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
জানা গেছে, তাকে মিরপুর টেস্টে নিষিদ্ধ করা হয়েছে।
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের সকালে ম্যাচের অষ্টম ওভারে বল করার সময় কটুক্তি করেন গ্যাব্রিয়েল। ইচ্ছাকৃতভাবে ইমরুল কায়েসকে ধাক্কাও দেন। একসঙ্গে ভাঙেন দুই আচরণবিধি। এর মধ্যে বাজে ভাষাটা জরিমানা করে ক্ষমা করা গেলেও ধাক্কাটার জন্য খেসারত দিতে হলো তাকে।
আইসিসির পক্ষ থেকে শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যম জানায় যে, তিনি আচরণবিধির ২.১২ ধারা ভেঙেছেন। আর তাই গ্যাব্রিয়েলকে দুটি ডিমেরিট পয়েন্ট ও ম্যাচ ফি`র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। সকালেই আনীত অভিযোগ স্বীকার করে নেন ক্যারিবীয় পেসার। তাই আনুষ্ঠানিকভাবে শুনানি আর দরকার পড়েনি।
এর আগে ২০১৭ সালের পাকিস্তানের বিপক্ষে জ্যামাইকা টেস্টে আচরণবিধি ভেঙ্গে গ্যাব্রিয়েল ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা খান। ডিমেরিট পয়েন্ট পান তিনটি। এই দুই পয়েন্ট মিলিয়ে তার ডি মেরিট পয়েন্ট পাঁচটি। ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি পয়েন্ট পাওয়ায় গ্যাব্রিয়েল তাই এক টেস্ট নিষিদ্ধ। ফলে ৩০ নভেম্বর শুরু মিরপুর টেস্ট খেলতে পারবেন না এই ফাস্ট বোলার। ঢাকা টেস্টে গ্যাব্রিয়েলের বিপক্ষে খেলতে না হওয়া তাই বাংলাদেশের জন্য কিছুটা হলেও স্বস্তির।
নিউজওয়ান২৪/এএস