রাজধানীতে ৫৬টি স্বর্ণ বারসহ আটক ৪
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৮:০৪ পিএম, ২৩ নভেম্বর ২০১৮ শুক্রবার

ফাইল ছবি
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে প্রায় ৭ কেজি ওজনের ৫৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে করেছে র্যাব-২। এ সময় আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের ৪ সদস্যকে আটক করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কল্যাণপুরে অভিযান চালিয়ে স্বর্ণ চোরাচালানকারী চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে, যার ওজন আনুমানিক ৭ কেজি।
তবে প্রাথমিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
নিউজওয়ান২৪/এএস