NewsOne24

অক্ষয়ের ‘বার্ড ম্যান’ লুক তৈরির কাহিনী (ভিডিও)

শোবিজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৭:১৯ পিএম, ২৩ নভেম্বর ২০১৮ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

 

আগামী ২৯ নভেম্বর মুক্তি পেতে পাচ্ছে অক্ষয় কুমার অভিনীত নতুন ছবি ২.০। ২০১০ সালের জনপ্রিয় ছবি ‘রোবট’র সিক্যুয়েল এই ছবির ট্রেলার ইতিমধ্যে দর্শকদের মধ্যে অনেক সাড়া ফেলেছে।

অক্ষয় কুমার বরাবরই বলিউদের অন্য তারকাদের থেকে কিছুটা ভিন্ন কাজ করে থাকেন। কখনও তিনি অ্যাকশন হিরো, কখনও বা তিনি কমেডি চরিত্রে দর্শকদের হাসিয়ে থাকেন। আবার কখনও তাকে সামাজিক সচেতনতামূলক ছবিতে কাজ করতে দেখা যায়।

এবার তিনি পর্দায় আসছেন নতুন চমক নিয়ে। ২.০ ছবিটিতে অভিনয় করবেন ভিলেন চরিত্রে। তার চরিত্রের নাম ড. রিচার্ড, যিনি একজন ‘বার্ড ম্যান’।

পরিচালক এস শঙ্করের ২.০ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রজনীকান্ত, তিনি বৈজ্ঞানিক ভি সাগারানর চরিত্রে অভিনয় করবেন। সঙ্গে আরও থাকছেন এমি জ্যাকসন।

২.০ মূলত সায়েন্স ফিকশান। দুনিয়াকে মনস্টারের হাত থেকে বাঁচাতে বৈজ্ঞানিক ভি সাগারান তার সৃষ্ট রোবট চিটিকে আবার নির্মাণ করেন।

এবেলার খবর অনুযায়ী, এই ছবিত অক্ষয়কে যে লুকে দেখা যাচ্ছে সেটি আনতে তাকে বেশ কষ্ট করতে হয়েছে। অনেকক্ষণ সময় নিয়ে নিতে হয়েছে মেকআপ।

অক্ষয় জানান, এই প্রথম তিনি এত মেকআপ নিয়েছেন। সেই প্রস্থেটিক মেকাপ তৈরির ভিডিও নিজেই তার ইনস্টাগ্রামে পোস্ট করাতে সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গিয়েছে।

তাছাড়া ছবিতে দর্শকরা প্রচুর পরিমাণে ভিএফএক্সের কাজ দেখতে পাবেন। এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, এই ছবির নির্মাণ জুড়ে রয়েছে ২১৫০টি ভিএফএক্স শট, ১০০০টি জটিল ভিএফএক্স শট, ১০০০ ভিএফএক্স শিল্পী, ২৫ জন থ্রিডি ডিজাইনার, ৫০০ কারিগর, ৩০০০ প্রযুক্তিবিদ এবং আরও অনেক মানুষ।

নিউজওয়ান২৪