NewsOne24

সূর্য উঠবে না দুই মাস!

নিউজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৬:১০ পিএম, ২৩ নভেম্বর ২০১৮ শুক্রবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি


আলাস্কার উত্তরাঞ্চলের শহর উতকিয়াগভিকায় গত রোববার শেষ সূর্যোদয় ও সূর্যাস্ত হয়েছে। শেষ বলার কারণ হচ্ছে, শহরটিতে আগামী দুই মাস সূর্য দেখা যাবে না। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। এ শহরটি ‘বারৌউ’ নামেও পরিচিত। সেখানে পোলার নাইট বা মেরু রাত শুরু হয়েছে।

তাই আগমী ১৩ জানুয়ারি পর্যন্ত সেখানে সূর্য উঠবে না। ফলে শহরটির ৪ হাজার বাসিন্দাকে এখন থেকে অন্ধকারেই কাটাতে হবে।

আবহাওয়াবিদ জুডসন জোনস জানান, পোলার নাইট বা মেরু রাতের মানে হলো, এটি প্রতি বছরই ঘটে। কেউ যদি সুমেরু বৃত্তের ঠিক ওপরের দিকে বসবাস করেন, তা হলে শীতকালে সূর্যবিহীন একটি দিন পাবে। তবে গ্রীষ্মকালে এ অবস্থা একেবারে উল্টো। কারণ সে সময় কয়েক দিনের জন্য সূর্য অস্ত যায় না।

আলাস্কার আরো কয়েকটি শহরে এ অবস্থার সৃষ্টি হয়। কাকটোভিক, পয়েন্ট হোপ এবং আনাকটুভুক পাস শহরের বাসিন্দারাও এক থেকে দুই মাস অন্ধকারে কাটাবেন। তবে এ শহরগুলোয় সর্বশেষ সূর্যাস্ত হবে নভেম্বরের শেষদিকে বা ডিসেম্বরের শুরুর দিকে। উতকিয়াগভিক আলাস্কার সর্বোত্তরের শহর হওয়ায় সেখানকার বাসিন্দারা সবার আগেই পোলার নাইট পান।

নিউজওয়ান২৪/এএস