NewsOne24

একসঙ্গে ৪ সন্তানের জন্ম, কেমন আছে তারা?

ঝিনাইদহ প্রতিনিধি

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৫:০৬ পিএম, ২৩ নভেম্বর ২০১৮ শুক্রবার

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত


একসঙ্গে চার সন্তানের বাবা-মা হলেন ঝিনাইদহের মীরা ও মাহবুব দম্পতি। 

শুক্রবার সকালে যশোরের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন মেয়ে ও এক ছেলে প্রসব করেন মীরা খাতুন (২৩)।

চিকিৎসকরা জানিয়েছেন মাহবুব-মীরা দম্পতির চার সন্তানই বর্তমানে সুস্থ রয়েছেন।

হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ নিকুঞ্জবিহারী গোলদার ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারটি সম্পন্ন করে চার শিশুকে আলোর মুখ দেখান।

মীরার বাবা ওলিয়ার রহমান জানান, বছর দুই আগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোবরডাঙ্গা-ত্রিলোচনপুর এলাকার তবিবর রহমানের ছেলে মাহবুবুর রহমান সবুজের সঙ্গে তার মেয়ে মীরা খাতুনের বিয়ে হয়। জামাই একটি ওষুধ কোম্পানিতে কর্মরত। গর্ভধারণের পর থেকেই মেয়েটি ডাক্তার নিকুঞ্জবিহারীর তত্ত্বাবধানে ছিল। পরে সকালে অস্ত্রোপচারের মাধ্যমে মীরা তিনটা মেয়ে ও একটি ছেলে শিশুর জন্ম দেন।

ডাক্তার নিকুঞ্জবিহারী গোলদার জানান, এক ঘণ্টার বেশি অপারেশনের মাধ্যমে চারটি শিশুকে পৃথিবীর আলোতে আনা হয়। প্রসূতি ও বাচ্চারা সবাই ভালো আছে।

নিউজওয়ান২৪/এএস