পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ২৫
নিউজ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ২৩ নভেম্বর ২০১৮ শুক্রবার

ফাইল ছবি
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের হ্যাঙ্গু শহরে শুক্রবার একটি মাদ্রাসার কাছে বোমা বিস্ফোরনের ঘটনায় ২৫ জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ৩৫ জন। পাকিস্তানের জিও টিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। খবর তাস নিউজে’র
শহরটির মার্কেট চত্বর এলাকায় অবস্থিত একটি মাদ্রাসার সিড়িঁর কাছেই বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণে হতাহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।
নিরাপত্তা বাহিনী বিস্ফোরণের ঘটনাস্থল ঘিরে রেখেছে। কোনো দল বা গোষ্ঠি এখনো এ হামলার দায় স্বীকার করেনি।
পুলিশ জানিয়েছে, এ ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।
নিউজওয়ান২৪/জেডএস