‘সিআইএ সালমানকে দায়ী করেনি’
নিউজ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১২:৪৬ পিএম, ২৩ নভেম্বর ২০১৮ শুক্রবার

ফাইল ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ তাদের সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে দায়ী করেনি। তারা তাদের প্রকাশিত তদন্তে নিশ্চিত করে বলেনি যে বিন সালমানই খাশোগি হত্যার নির্দেশ প্রদান করেছেন।
জামাল খাশোগি চলতি বছরের ২ অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সৌদি দূতাবাসে খুন হন। এ ঘটনার তদন্তে থাকা গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, সৌদি দূতাবাসের ভেতর এমন একটি হত্যাকাণ্ড দেশটির ক্রাউন প্রিন্সের অনুমতি ছাড়া সম্ভব নয়। তবে সৌদি কর্তৃপক্ষ এ অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে।
তারা দাবি করেছে যে, এটি একটি ‘দূর্বৃত্ত অপারেশন’ ছিলো এবং এর সঙ্গে ক্রাউন প্রিন্সের কোনো সংশ্লীষ্টতা নেই।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মার-এ-ল্যাগো’তে বৃহষ্পতিবার এক সংবাদ সম্মেলনে সিআইএ’র তদন্ত প্রতিবেদন সম্পর্কে তার মূল্যায়ন প্রসঙ্গে ট্রাম্প বলেন, সিআইএ তাদের প্রতিবেদনের উপসংহার এখনো টানেনি।
সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বর্তমানে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সফরে আরব আমিরাতে আছেন। খাশোগি হত্যাকাণ্ডের ঘটনার পর এটিই হলো তার প্রথম কোনো আনুষ্ঠানিক সফর।
বিবিসি
নিউজওয়ান২৪/জেডএস