NewsOne24

চার বলে চার উইকেট, অনন্য রেকর্ড আমিরের!

নিউজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১০:১৯ এএম, ২৩ নভেম্বর ২০১৮ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

এক দারুণ রেকর্ড গড়েছেন পাকিস্তানের পেসার আমির ইয়ামিন। চলতি টি-টেন লীগে টানা চার বলে চার উইকেট পেয়ে দারুণ এক কীর্তি গড়লেন তিনি।

বৃহস্পতিবার দিন নর্দান ওয়ারিয়র্সের বিপক্ষে এই রেকর্ড গড়েন আমির ইয়ামিন।

বেঙ্গল টাইগার্স প্রথমে ব্যাট করতে নেমে জেসন রয়ের ২৯ বলে ৬০ রানের সুবাদে দশ ওভারে ১৩০ রান করে। বেঙ্গল টাইগার্সের দেয়া ১৩০ রানের টার্গেটে খেলতে নেমে পেসার আমির ইয়ামিনের বোলিং তোপে দিশেহারা ওয়ারিয়র্স। নবম ওভারে বল করতে এসে প্রথম চার বলে টানা চার উইকেট তুলে নেন আমির ইয়ামিন।

তার প্রথম বলের শিকার হন লেন্ডল সিমন্স। এরপর একে একে রভম্যান পাওয়েল, রবি বোপারা এবং হারদুস ভিজোইনকে তুলে নেন।

এর আগে উদ্বোধনী দিনে রেকর্ডীয় এক ইনিংস খেলেন আফগান ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ। 
সিন্ধিসের বিপক্ষে মাত্র ১৬ বলে ৭৬ রান করেন। ১৬ বলের মধ্যে ১৪টি ছিল বাউন্ডারি। ৬টা চার ও ৮টি ছক্কা হাঁকিয়ে নেন ৭২ রান। আর দুই রান নেন দুই বল থেকে।

এদিকে, গত বুধবার সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠেছে টি-টেন লিগের এবারের আসরের।

নিউজওয়ান২৪/জেডএস