‘আসন ভাগাভাগির নামে বানরের পিঠা ভাগ হবে না’
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৪:৩১ পিএম, ২২ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার
ফাইল ছবি
মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আসন ভাগাভাগির নামে বানরের পিঠা ভাগ হবে না বলে জানিয়েছেন ২০ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীরবিক্রম। বৃহস্পতিবার বনানীর ফিউশন হান্টে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
কর্নেল অলি বলেন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সরকার গঠন করতে হবে। এজন্য প্রয়োজন জনগণের সৎ সাহস ও সচেতনতা।
তিনি বলেন, নতুন নতুন ব্যাংক অনুমোদনের ফলে অর্থনীতিতে যেকোনো সময় ব্যাপক ধস নামতে পারে। এখন জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এ অবস্থা থেকে উত্তোরণের জন্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
নিউজওয়ান২৪/এএস