মনোনয়ন বোর্ডে তৃণমূলকে যে বার্তা দিল বিএনপি
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৯:৪৬ পিএম, ২১ নভেম্বর ২০১৮ বুধবার
ফাইল ছবি
দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘদিন সরকারের কঠোর অবস্থানে কোণঠাসা হয়ে থাকা দলটির নেতাকর্মীরা যেন খোলস ছেড়ে বের হচ্ছেন। কারণ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের ঘোষণা দিয়েছে বিএনপি।
মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার ঘিরে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দিনভর থাকছে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি। আজ সাক্ষাতকারের শেষ দিনও যেন এর চিত্র ব্যতিক্রম নয়।
জানা গেছে, মনোনয়ন প্রত্যাশীদের কাছে বিএনপির প্রথম বার্তা হলো- নির্বাচনেকে দলীয় প্রতীক পাবে বা না পাবে তার চেউ বড় বিষয় হলো দল থেকে যাকে মনোনয়ন দেয়া হবে তার বিদ্রোহ করা যাবে না। এ বিষয়ে সাক্ষাতকার দেয়া মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে লিখিত অঙ্গিকারও নেয়া হয়েছে। বিশেষ করে মনোনয়নের ক্ষেত্র বেশি জোর দিতে হবে। দল থেকে যাকে মনোনয়ন দেয়া হবে তার হয়েই নির্বাচনী মাঠে কাজ করতে হবে।
সূত্র থেকে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ে এবার কৌসলী বিএনপি। দলের কাউকে শতভাগ নিশ্চয়তা দেয়া হচ্ছে না। দল থেকে যাকে মনোনীত করা হবে তার হলেই কাজ করার নির্দেশ দেয়া হচ্ছে সবাইকে। এছাড়াও মনোনয়ন প্রত্যাশীদের অন্তত ১০টি বার্তা দিচ্ছে বিএনপির হাই-কমান্ড। এর মধ্যে উল্লেখযোগ্য গুলো হলো:
দল থেকে যাকে প্রতীক দেয়া হবে তার হয়েই নির্বাচনে কাজ করতে হবে, সরকারকে আর ফাঁকা মাঠে গোল দিতে দেয়া হবে না, যার যার অবস্থান থেকে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে, দলের যে কোনো সিদ্ধান্তের বিদ্রোহী হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং বলা মাত্র মনোনয়ন প্রত্যাহার সিদ্ধান্ত মেনে নিতে হবে।
ব্রাক্ষাণবাড়িয়া ৬ আসনে মনোয়নপ্রত্যাশী কৃষিবিদ মেহেদি হাসান পলাশ বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ সিনিয়র নেতারা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন। সাধ্যমতো উত্তর দেয়ার চেষ্টা করেছি। দলের হাইকমান্ডকে বলেছি, এত প্রতিকূলতার মধ্যেও বিএনপির সঙ্গে আছি, থাকবো। এলাকার জনগণ আমার সঙ্গে আছেন। দল বিবেচনা করলে অবশ্যই নির্বাচিত হব বলে আশা রাখি। তবে মনোনয়ন না দিলেও দুঃখ নেই। দল যাকে দেবে, তার হয়ে কাজ করতে প্রস্তুত আছি।
ঢাকা ৫ আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপির গণ শিক্ষা বিষয়ক সম্পাদক ও শিক্ষক নেতা অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুইয়া বলেন, আমরা নির্বাচনে গেছি গণতন্ত্র পুনরুদ্ধার ও গণতন্ত্রের মাতা খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলন হিসেবে। হাই-কমান্ড থেকে বলা হয়েছে, আওয়ামী লীগকে ফাঁকা মাঠে গোল দিতে দেয়া যাবে না। যে কোনো মূল্যে নির্বাচনের মাঠে থাকতে হবে। শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবো।
জানা গেছে, সব বিভাগের সাক্ষাৎকার শেষ হলে আগামী ৮ ডিসেম্বর প্রার্থী তালিকা চূড়ান্ত করবে বিএনপি। গত ১২ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয় বিএনপি। পাঁচ দিনে দলটির চার হাজারের বেশি নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
নিউজওয়ান২৪