কক্সবাজারে পিকনিক বাস খাদে, নিহত ১
কক্সবাজার প্রতিনিধি
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৩:৫৩ পিএম, ২১ নভেম্বর ২০১৮ বুধবার

ফাইল ছবি
কক্সবাজার মহাসড়কের চকরিয়া কলেজ গেট টার্নি পয়েন্টে পিকনিকের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে একজন নিহত হয়েছে।
বুধবার ভোর ৫টার দিকে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নে চকরিয়া কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০জন।
নিহতের নাম সাইফুল ইসলাম (২৮)। তিনি পটুয়াখালী জেলা বাউফুল উপজেলার বাসিন্দা।
আহতদের নাম তৎক্ষানিকভাবে নাম জানা যায়নি। আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি দেওয়া হয়েছে। আহতদের মধ্যে ৫-৬ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হতাহতদের মধ্যে সবাই গার্মেন্টস কারখানার শ্রমিক। তারা বিভিন্ন জেলার বাসিন্দা।
বানিয়াছড়া হাইওয়ে পুলিশের এসআই মিজানুর রহমান বলেন, পিকনিক বাসটি কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে চকরিয়া কলেজ গেট এলাকায় পৌঁছালে চালক বাসের নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। আহতদের মধ্যে ৫-৬ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন তিনি।
নিউজওয়ান২৪/এএস