NewsOne24

‘পুলিশ হেডকোয়ার্টারে বসে কেউ ছক সাজাচ্ছে না’

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০১:৫১ পিএম, ২১ নভেম্বর ২০১৮ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

‘পুলিশ হেডকোয়ার্টারে বসে পাঁতানোর নির্বাচনের নীলনকশা করা হচ্ছে’- বিএনপি মহাসচিবের এমন দাবির প্রেক্ষিতে  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘পুলিশ হেড কোয়ার্টারে বসে কেউ নির্বাচনের ছক সাজাচ্ছে না।’

বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি বিদেশিদের কাছে নালিশ করছে। বিদেশিদের কাছে নালিশ করলে সম্মান বাড়ে না বরং কমে। তারা এই নালিশ করার মাধ্যমে দেশকে ছোট করছে। অন্ধকারে ঢিল ছোড়া বিএনপির আগের অভ্যাস। এই অভ্যাস পরিত্যাগ করতে হবে।’

ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, ‘পুলিশ হেড কোয়ার্টারে বসে কেউ নির্বাচনের ছক সাজাচ্ছে না। বিএনপি এমন অভিযোগ করলে তথ্য প্রমাণসহ তুলে ধরতে হবে। নির্বাচনের পরিবেশ যেমন আছে তেমনটি থাকলে সুষ্ঠু নির্বাচন হবে। আর বিএনপি বুঝতে পেরেছে সুষ্ঠু নির্বাচন হলে তারা জিততে পারবে না।’

আর নির্বাচন কমিশন কার পক্ষে কাজ করছে সেটা ৩০ ডিসেম্বরের পরে বোঝা যাবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

নিউজওয়ান২৪/এমএস