পুষ্টিহীনতায় ইয়েমেনে ৮৫ হাজার শিশুর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১২:৩০ পিএম, ২১ নভেম্বর ২০১৮ বুধবার

ছবি: সংগৃহীত
ইয়েমেনে তিন বছর ধরে চলা যুদ্ধে চরম অপুষ্টিতে শিকার হয়ে পাঁচ বছরের কম বয়সী প্রায় ৮৫ হাজার শিশুর মৃত্যু হয়েছে। সম্প্রতি এমন তথ্য জানিয়েছে বিশ্বব্যাপী শিশুদের নিয়ে কাজ করা সংগঠন ‘সেভ দ্য চিলড্রেন’।
প্রতিবেদনে সংস্থাটি জানায়, ২০১৫ সাল থেকে ২০১৮ সালের অক্টোবর মাস পর্যন্ত ইয়েমেনের শিশুরা চরম অপুষ্টিতে ভুগে। এর মধ্যে প্রায় সবাই পাঁচ বছর বয়সী শিশু। এতে ৮৫ হাজার শিশুর মৃত্যু হয়েছে।
সংস্থাটি আরও জানায়, গৃহযুদ্ধের কারণে দেশটির বিভিন্ন এলাকা অবরুদ্ধ হয়ে আছে। অবরোধের মুখে থাকায় বহু মানুষকে অনাহারে দিন পার করতে হচ্ছে। তাছাড়া দেশটির অর্ধেক ভূখণ্ডের স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে। সেখানে কোনো রকম চিকিৎসা সুবিধা কাজ করছে না।
কয়েক বছর আগে ইয়েমেনের মোট খাদ্য আমদানির প্রায় ৯০ শতাংশ দেশটির হুদাইদা বন্দর দিয়ে আসতো। কিন্তু বর্তমানে বন্দরটি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আছে। এজন্য বাণিজ্য আমদানির পরিমাণ এক মাসে ৫৫ হাজার মেট্রিক টন কমেছে। এছাড়া বন্দরটির আশেপাশে লড়াই চলতে থাকায় পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে আশঙ্কা করা হচ্ছে।
নিউজওয়ান২৪/ইরু