খুলনার শীর্ষ সন্ত্রাসী মারুফ নিহত
খুলনা প্রতিনিধি
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১০:৪০ এএম, ২১ নভেম্বর ২০১৮ বুধবার

ফাইল ছবি
খুলনার শীর্ষ সন্ত্রাসী মিরাজুল ইসলাম ওরফে মারুফ হোসেন ওরফে গরু মারুফের (৪৩) গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া গেছে। তার নামে হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে শীর্ষ সন্ত্রাসী মারফকে কে বা কারা গুলি করে হত্যা করেছে।
দৌলতপুর থানার ওসি কাজী মোস্তাক আহমেদ জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর দৌলতপুরস্থ কার্তিককূল বালুর মাঠ এলাকায় গোলাগুলির শব্দ পাওয়া যায়। এরপর পুলিশ সেখান থেকে তার লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ১টি পাইপগান, ১ রাউন্ড গুলি ও ৫৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
নিহত মারুফ দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামের আবদুল গফফার শেখের ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে পলাতক ছিলেন।
ওসি কাজী মোস্তাক আহমেদ আরো জানান, কে বা কারা গরু মারুফকে গুলি করে হত্যা করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পড়ে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে লাশ সনাক্ত করা হয়।
মারুফের বিরুদ্ধে দৌলতপুর ও দিঘলিয়া থানায় সেনহাটির সাবেক ইউপি চেয়ারম্যান গাজী আবদুল হালিম ও হুজি শহীদসহ একাধিক হত্যা ও চাঁদাবাজির অসংখ্য মামলা রয়েছে বলে জানান ওসি।
উদ্ধারের পর মারুফের মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিউজওয়ান২৪/এমএস